দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
পল্লীশ্রীর সিএসও প্রকল্পের আয়োজনে কাহারোল উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ ফেব্রুয়ারি ২৭, ২০১৮, ৮:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৪৮ বার |

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ॥  ফেব্রুয়ারী ২৬, ২০১৮ইং তারিখে ইউরোপিয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশ’র সহযোগীতায় এবং পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়নকৃত ’সিভিল সোসাইটি অর্গানাইজেশনস স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স’ সিএসওএসডিজি প্রকল্পের আয়োজনে সরকারী দপ্তরের সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি শীর্ষক অর্ধদিনব্যাপী এক মতবিনিময় সভা সকাল ১০ঘটিকায় কাহারোল উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা, যুব উন্নয়ন দপ্তর, মহিলা বিষয়ক দপ্তরের সেবায় সকলের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্প এই মতবিনিময় সভার  আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে কাহারোল উপজেলা সিএসও দলের সভাপ্রধান ও কাহারোল প্রেসক্লাবের আহবায়ক মো: আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:নাসিম আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার অরুণ কুমার বিশ্বাস, ত্রেুডিট সুপারভাইজার সালমা বেগম ও আহসান হাবীব, সমাজসেবা অফিসের প্রতিনিধি রেহেনা পারভীন, মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি মো: আখতারুজ্জামান, উপজেলা সিএসও দলের সম্পাদক বিচিত্রা, উপজেলা সিএসও সদস্য ও কাহারোল রির্পোটাস ইউনিটির সভাপতি মো: রশিদুল ইসলাম, পল্লীশ্রীর ফিল্ড কো অর্ডিনেটর কামরুজজামান, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, লাব্বায়েক রিয়াসাত সহ সরকারী অনান্য কর্মকর্তা ও অনান্য সিএসও প্রতিনিধিগণ ৫৫ জন অংশগ্রহন করেন। মতবিনিময় সভা পরিচালনা করেন পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্পের এ্যাডভোকেসি এন্ড ইনফরমেশন অফিসার শেখ আব্দুল করিম।

 

 

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO