ষ্টাফ রিপোটার \ বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকা বিভাগীয় শহর রংপুর থেকে প্রচারিত। বর্তমান ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়েছে।১৭ সেপ্টেম্বর বর্ষপূর্তি উপলক্ষ্যে তারই ধারাবাহিকতায় ২৯ তম বর্ষপূর্তিতে ২৫শে সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার সময় দিনাজপুরের ঐতিহাসিক হেমায়েত আলী লাইব্রেরী মিলনায়তনে দিনাজপুর প্রতিনিধি দয়ারাম রায়ের ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য,বিশিষ্ট রাজনীতিবিদ উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি প্রয়াত জননেতা আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার রুহের মাগফেরাত কামনা ও সম্পাদক সমাজসেবক মমতাজ শিরিন ভরসার কর্মজীবনের সাফল্য ও তার দীর্ঘায়ু এবং সংবাদপত্র ও সম্পাদকের উত্তোরত্তর সাফল্য কামনা করা হয়। দিনাজপুরের দৈনিক যুগের আলোর বর্ষপূর্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও লেখক কায়সার আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কন্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদ হোসেন মিলন,বিশেষ অতিথি ছিলেন সবুজ বাংলা নিউজের সম্পাদক উত্তম কুমার শর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলোর বীরগঞ্জ প্রতিনিধি বিকাশ ঘোষ, দৈনিক মুক্ত খবরের দিনাজপুর প্রতিনিধি সুধীর চক্রবর্তী ছোটন,দৈনিক মর্নিংগ্রোলীর দিনাজপুর প্রতিনিধি কাওসার আলী,দৈনিক আমাদের বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আহসান হাবিব,শিক্ষার্থী ফেন্সিয়ারা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দৈনিক ভোরের ডাক এর দিনাজপুর প্রতিনিধি এস.এম আজাহার আলী রেজা।