পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৭ পরিবারের মাঝে একটি করে বকনা গরু বিতরণ করা হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিার সুফলভোগীদের মাঝে এসব গরু ও উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল করিম, পৌর মেয়র ইকরামুল হক, প্রাণি সম্পদ অফিসার অমল কুমার রায়, শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা রশিদুল ইসলাম প্রমূখ। প্রাণি সম্পদ অফিসার অমল কুমার রায় জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসমাজিক ও জীবন মান উন্নয়নে সমন্বিত প্রকল্পের আওতায় প্রতি পরিবার গরু ছাড়াও গরুর ঘর তৈরিতে ৫টি টিন, ৪টি সিমেন্টের পিলার ও ঘরের মেঝে তৈরিতে ১৯০টি ইট ও ১২৫ কেজি গো-খাদ্য(ফিড) পাবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।