ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বীরমুক্তিযোদ্ধার নির্মাণধীন বাড়ী ভাংচুর ও লুটপাট

দিনাজপুর বার্তা
জুন ২৮, ২০২১ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বিরল সংবাদদাতা ॥ বিরলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের বসত বাড়ী ও নির্মাণধীন বাড়ী ভাঙ্চুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে অতর্কিত হামলায় বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার।
লিখিত অভিযোগে জানান, উপজেলার রাণীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের মৃত উজীর মোহাম্মদ এর ছেলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন পুরাতন বসতবাড়ীর পাশে নতুনভাবে ফাউন্ডেশন দিয়ে অপর একটি বাড়ী নির্মাণ করছিলেন। গত শনিবার সকাল ৯ টায় অতর্কিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তার প্রতিপক্ষের ১৫-২০ জন সঙ্গীয় সন্ত্রাসী লোকজন হামলা চালিয়ে ঘরের চালার সিমেন্টের টিন, কাঠের ও বাঁশের ফ্রেম, এলপিজি গ্যাস সিলিন্ডার, ঘরের আসবাবপত্র ভাংচুর ও নির্মাণাধীন ভবনের ব্লক ভাংচুর এবং লোহার রড ও সিমেন্টের বস্তাসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ সময় বাঁধা দিতে গেলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনসহ পরিবারের লোকজনকে মারপিট করে আহত করা হয় এবং হুমকি ও ভয়ভীতিতে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। থানা পুলিশে সংবাদ দেয়া হলে পুলিশ আসার সংবাদ পেয়ে হামলাকারীরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
২৭ জুন রোববার এ ব্যাপারে থানায় এজাহার দাখিল এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।