দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
রাণীশংকৈলে ডাবগাছে বজ্রপাত, উৎসুক জনতার ভীর
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৩, ২০১৭, ২:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৬৫১ বার |

রাণীশংকৈল প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে ডাবগাছ ফাঁটলের ঘটনায় দলেদলে উৎসব জনতার ভীর লক্ষ্য করা গেছে। ২২ এপ্রিল শনিবার সকাল ৭ টায় প্রচন্ড বৃষ্টি ও হঠাৎ বজ্রপাতের ঘটনায় শিবদীঘি পোস্ট অফিস সংলগ্ন খলিল মাস্টারের একটি ডাব গাছে বজ্রপাতে ফাঁটে যায়। এসময় এলাকার লোকজন সোনার ফাঁল আটকে থাকার গুজবে গাছের চার পাশে ভীর করতে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছটির উপরে বজ্রপাত পড়লে গাছের বেশির ভাগ অংশ ফেঁটে যায়। খলিল মাষ্টারের ছেলে স¤্রাট বলেন- বিকট শব্দে আমি অচেতন অবস্থায় বিছানা থেকে পড়ে গেলে হাতে ব্যাথা পাই। উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন-বজ্রপাতে গাছ ক্ষতিগ্রস্থ হলে তা একসময় মরে যায়। তবে সোনার ফালের বিষয়টি গুজব ছাড়া কিছু নয়। উল্লেখ্য- সম্প্রতি বজ্রাপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উঁচু গাছ হিসেবে তাল গাছকে বেছে নেওয়া হয়েছে। থাইল্যান্ডে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বজ্রপাত যেহেতু উচু জায়গায় আঘাত করে , সে হিসেবে তাল গাছ মৃত্যু কমাতে সহায়ক হবে। দেশ ব্যপী ১০ লক্ষ তালগাছ লাগানোর ্্্উদ্যোগ নিয়েছে সরকার।

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO